আসামিকে গাড়িতে করে থানায় নেওয়ার পথে ঘটে গেল ভিন্ন এক দুর্ঘটনা। গাড়িতে করে থানায় যাওয়ার পথে পুলিশের এসআই’র ডান কানে কামড় দেয় ওই আসামি। ভারতের কেরালার কাসারগড এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৪ ফেব্রুয়ারি) এ তথা জানায় পুলিশ।
আসামির কামড় খাওয়া ওই পুলিশের নাম ভিষ্ণু প্রসাদ। তিনি কাসারগড পুলিশ স্টেশনে সাব-ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। কানে কামড় খাওয়ার পরই বৃহস্পতিবার রাতে পুলিশের ওই এসআইকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
অভিযুক্ত আসামি স্টেনি রদ্রিগেজ একটি বাইক দুর্ঘটনায় জড়িত ছিলেন এবং টহলরত পুলিশ কর্মীরা তাকে ঘটনাস্থল থেকে আটক করে। ওই ব্যক্তিকে থানায় নেওয়ার সময় গাড়ির সামনের সিটে বসা ছিলেন এসআই ভিষ্ণু প্রসাদ।
এসআই’র পাশেই বসা ছিল আসামি স্টেনি রদ্রিগেজ। রাগে মাথায় তিনি পুলিশের কানে কামড় দেন।
কানে কামড় দেওয়ার পর এসআইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। ওই আসামির নামে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
news24bd.tv/আলী