বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় তিনটি বাঘ ঘুরে বেড়াচ্ছে। শুক্রবার দুপুর থেকে ২৪ ঘণ্টা ধরে বাঘ তিনটি বন বিভাগ অফিসের চারপাশে ঘুরে বেড়াতে থাকলে বন কর্মকর্তাসহ ৫ বনরক্ষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার দুপুর পর্যন্ত ওই তিনটি বাঘ চান্দেশ্বর ফরেস্ট অফিসের চারপাশে ঘুরতে থাকায় বন কর্মকর্তাসহ ৭ বনরক্ষী অফিস ছেড়ে আবাসিক ভবনে গিয়ে রান্না করতে পারেননি। ২৪ ঘণ্টা পর পাশের সুপতি স্টেশন অফিস থেকে ৮ জন সশস্ত্র বনরক্ষী রান্না করা খাবার চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়িতে পৌঁছে দেন।
সুন্দরবনের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ইনচার্জ ফারুক শনিবার সন্ধ্যায় জানান, শুক্রবার দুপুর দুইটার দিকে আমিসহ ৫ বনরক্ষীর সবাই দুপুরের খাবার খেতে আবাসিক ভবনে যাওয়ার প্রস্তুতিকালে হঠাৎ করেই তিনটি বাঘ আমাদের অফিস প্রাঙ্গণে ঢুকে পড়ে।
বাঘ দেখে আমরা সবাই অফিসে ঢুকে পড়ি। শনিবার দুপুর পর্যন্ত বাঘ তিনটি অফিসের চার পাশ দিয়ে ঘুরতে থাকে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, সুন্দরবনে এখন বাঘের প্রজননকাল। তাই সঙ্গীসহ বাঘগুলো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়ায়। চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির কর্মকর্তাসহ ৫ বনরক্ষী ৩টি বাঘ দেখতে পেলেও ওখানে দুই জোড়া অর্থাৎ ৪টি বাঘ রয়েছে। ওই দুইজোড়া বাঘকে কোনো রকম উত্যক্ত না করাসহ তাদের চলাফেরায় বাধা না দিতে কর্মকর্তাসহ বনরক্ষীদের নির্দেশনা দেয়া হয়েছে। বন অফিসে অবরুদ্ধ হয়ে পড়া কর্মকর্তাসহ বনরক্ষীদের খাবার পাশের অফিস থেকে ৮জন সশস্ত্র বনরক্ষীদের দিয়ে ২৪ ঘণ্টা পর পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।
news24bd.tv/FA