রংপুরকে ১৭১ রানের টার্গেট দিল সিলেট

রংপুরকে ১৭১ রানের টার্গেট দিল সিলেট

অনলাইন ডেস্ক

সিলেট স্ট্রাইকার্সের তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয় এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বোচ্চ পাঁচটা ফিফটি করেছেন।

রংপুর রাইডার্সের বিপক্ষে আজকের ম্যাচেও খেলেছেন অসাধারণ এক ইনিংস। সঙ্গী হিসেবে পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজার অনুপস্থিতিতে রংপুরের বিপক্ষে অধিনায়কত্ব করা মুশফিকুর রহিমকে।  

মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে হৃদয়-মুশফিকের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান করেছে সিলেট।

জিততে রংপুরকে করতে হবে ১৭১ রান।

ব্যাট হাতে শুরুতে  ভালো  করতে পারেনি সিলেট । দুই ওপেনার হৃদয় এবং শান্ত দুইজনই ব্যাট হাতে সংগ্রাম করতে থাকেন। প্রথম পাওয়ারপ্লেতে দুইজনে তুলতে পারে মোটে ২৬ রান।

 

শান্ত শেষপর্যন্ত ২২ বলে ১৫ রান করে আউট হয়ে যান। তিনে নেমে জাকির হোসেন ৭ বলে ৭ রান করে আউট হয়ে যান। সেই মুহূর্ত পর্যন্ত সিলেটের সংগ্রহ ১০ ওভার ৪ বল শেষে ৫৯ রান। বাকি ৫৬ বলের সঙ্গে আরও ৪ নো বল মিলিয়ে ৬০ বলে অবিচ্ছিন্ন ১১১ রান যোগ করেন হৃদয় এবং মুশফিক।

দুই ব্যাটসম্যানই ছিলেন সমান আগ্রাসী। প্রথম ৩৫ বল থেকে ৩৩ রান করা হৃদয় পরের ২৪ বল থেকে তোলেন ৫২ রান। শেষপর্যন্ত ৫৭ বলে ১৩টি চার ও ২টি ছয়ে খেলেন ৮৫ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস খেলেন তৌহিদ হৃদয়।

এবারের বিপিএলে নিজের সেরা ইনিংস খেলে রান সংগ্রাহকের তালিকায় নিজেকে শীর্ষে নিয়ে গেছেন হৃদয়। ৩৭১ রান করা সতীর্থ শান্তকে পেছনে ফেলে হৃদয়ের রান এখন ৩৭৩।

হৃদয়ের ঝড়ের সময়ে অন্য প্রান্তে ৩৫ বলে ৫৫ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন অধিনায়ক মুশফিকও। ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছয়ে এই ইনিংস খেলেন এই ব্যাটসম্যান। রংপুরের পক্ষে হাসান মাহমুদ এবং শেখ মেহেদী নেন ১টি করে উইকেট।

news24bd.tv/কামরুল

এই রকম আরও টপিক