যুক্তরাষ্ট্রের বেশি অস্ত্র সরবরাহ মানে জ্বলবে পুরো ইউক্রেন: মেদভেদ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের বেশি অস্ত্র সরবরাহ মানে জ্বলবে পুরো ইউক্রেন: মেদভেদ

অনলাইন ডেস্ক

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকেই কিয়েভকে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে আসছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমান জোট। এ নিয়ে বারবারই সতর্ক করে আসছে রাশিয়া। এবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদ বললেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহের পরিমাণ যত বাড়বে, সেখানে রাশিয়ার হামালাও তত বাড়বে। প্রয়োজন হলে পরমাণু অস্ত্র পর্যন্ত যাবে রাশিয়া।

খবর আল-জাজিরার।

মেদভেদেভ বলেন, মার্কিন সিদ্ধান্তের ফলে কিয়েভ সরকারের অধীনে থাকা সব এলাকা জ্বলবে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) পেন্টাগন জানিয়েছে, নতুন রকেট ইউক্রেনের হামলার পরিসর দ্বিগুণ করবে। এই রকেট যুক্তরাষ্ট্রের ২ দশমিক ১৭৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজের অন্তর্ভুক্ত।

সম্প্রতি ন্যাটোকে সতর্ক করে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনে যদি রাশিয়া হেরে যায় তাহলে পারমাণবিক যুদ্ধ হবে। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিতি রয়েছে মেদভেদেভের।

এর আগে একইধরণের সতর্কবার্তা দিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছিলেন, ইউক্রেনকে যত দূর পাল্লার অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র, কিয়েভের সেনাবাহিনীকে সীমান্ত থেকে তত দূর ঠেলে দেওয়া হবে।  

news24bd/আজিজ