শ্রীলঙ্কান চান্দিকা হাথুরুসিংহে কে সদ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টাইগারদের তিন ফরম্যাটের কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। হাথুরুর সঙ্গে পূর্বের অভিজ্ঞতা বিবেচনায় এবার এই লঙ্কান কোচকে ফেরানো বেশ অবাকেরই বটে।
২০১৪ সাল থেকে ২০১৭ পর্যন্ত তিন বছর বাংলাদেশের কোচিংয়ের দায়িত্ব শেষে আচমকা পদত্যাগ করেন হাথুরু। দুই বছরের চুক্তি বাকি থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন এক মেইলবার্তায় বিদায় নেন এই শ্রীলঙ্কান কোচ।
এরপর আবার হাথুরুকে ফেরানো, তাও দেড় বছরের মতো অপেক্ষা শেষে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ মোহাম্মদ সালাহউদ্দীন তো মনে করেন, এই লঙ্কান কোচের কাছে জাদুর কাঠি আছে বলেই হয়ত এভাবেই ফেরানো হচ্ছে।
বিপিএলে নিজ দলের ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলোচনার এক মুহূর্তে সালাহউদ্দীন বলেন,‘আমার কাছে মনে হয় যে যেভাবে আমরা হাথুরুসিংহকে চেয়েছি, নিশ্চয় তার কাছে মনে হয় জাদুর কাঠি আছে।
news24bd.tv/কামরুল