সারাদেশে বিএনপির পদযাত্রা ১১ ফেব্রুয়ারি
সারাদেশে বিএনপির পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

সংগৃহীত ছবি

সারাদেশে বিএনপির পদযাত্রা ১১ ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক

রাজধানীর নয়াপল্টনের বিভাগীয় সমাবেশ থেকে আগামী ১১ ফেব্রুয়ারি সারাদেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি দিয়েছে বিএনপি।  শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১০ দফা দাবিতে এ সমাবেশ করে বিএনপি। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি, অবৈধ সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। মঞ্চে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা।

ঢাকার পাশাপাশি ৯টি বিভাগীয় সদরেও একযোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

news24bd.tv/ইস্রাফিল