চীনের ‘গুপ্তচর বেলুন’ ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

চীনের ‘গুপ্তচর বেলুন’ ভূপাতিত করলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

অবশেষে মার্কিন আকাশসীমায় ঢুকে পড়া চীনের ‘গুপ্তচর বেলুন’টিকে ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্র। শনিবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি এফ-২২ যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটিকে ভূপাতিত করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

এর আগে, বুধবার বেলুনটি ভূপাতিত করতে আদেশ দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে বেলুনটি সাগরের ওপরে যাওয়ার পর ভূপাতিত করতে বলে পেন্টাগন যাতে বিধ্বস্ত বেলুন পরে ক্ষয়ক্ষতি না হয়।  

বেলুনটি ভূপাতিত করা পাইলটদের উদ্দেশ্যে বাইডেন বলেন, তারা বেলুনটিকে সফলভাবে ভূপাতিত করেছে, আমি তাদের বাহবা দিতে চাই।  

তবে চীন এই বেলুনকে আবহাওয়া গবেষণার কাজে ব্যবহৃত বলে দাবি করে আসছে। বেইজিং জানায়, খারাপ আবহাওয়ার কারণে নির্দিষ্ট কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে গেছে বেলুনটি।

বেলুনটি ভূপাতিত করার কড়া সমালোচনা করেছে চীন। ‘বেসামরিক’ ও আরোহী বিহীন  একটি বেলুনে সামরিক আক্রমণের তীব্র নিন্দা জানায় দেশটি।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, বিষয়টি শান্ত, পেশাদার এবং সংযতভাবে বিষয়টি দেখতে  বলেছিল চীন। তবে তারা অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে এবং বল প্রয়োগ করেছে।  

আটলান্টিক মহাসাগরের উপকূল থেকে ৬ নটিকেল মাইল ভেতরে ভূপাতিত করা হয় বেলুনটি। ঘটনাস্থলে একাধিক মার্কিন যুদ্ধজাহাজ ছিলো।  

news24bd/আজিজ