পশ্চিমাঞ্চলে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে: জেলেনস্কি

সংগৃহীত ছবি

পশ্চিমাঞ্চলে পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে: জেলেনস্কি

অনলাইন ডেস্ক

ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনলস্কি বলেছেন, ইউক্রেনের পশ্চিমাঞ্চলের পরিস্থিতি ক্রমশই কঠিন হয়ে উঠছে। রাশিয়া যুদ্ধে সেনার সংখ্যা ক্রমশই বাড়াচ্ছে যা সম্মুখসমরে ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিচ্ছে। খবর আলজাজিরার।

শনিবার দনেস্ক অঞ্চলে রাশিয়ার তীব্র বোমা বর্ষণের মধ্যেই এমন মন্তব্য করেন জেলেনস্কি।

দনেস্কে রাশিয়ার গোলাবর্ষণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৫ লাখের মত বাড়ি।  

রাত্রিকালীন এক ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমি আগেও বলেছি ফ্রন্ট লাইনে পরিস্থিতি ক্রমশই খারাপ হয়ে উঠছে। এখন সেইরকম পরিস্থিতি বিরাজ করছে। আমাদের প্রতিরক্ষা ভেদ করতে ক্রমশই সেনা বাড়াচ্ছে আক্রমণকারী রাশিয়া।

 তিনি আরও বলেন, এখন বাখমুত, ভুলেদার, লাইমান এবং অন্যান্য দিকগুলিতে খুবই কঠিন অবস্থা বিরাজ করছে।  

অন্যদিকে মাসব্যাপী পিছু হটার পর আবারো জয়ের দেখা পাচ্ছে রুশ বাহিনী। বাখমুত এবং কয়লা খনি সমৃদ্ধ শহর ভুলেদার দখলের দিকে অগ্রসর হচ্ছে ক্রেমনলিন।  

বাখমুত ও লাইমানের কিয়েভের প্রতিরক্ষা ভেদ করতে রুশ বাহিনী ব্যার্থ হয়েছে উল্লেখ করে ইউক্রেনের উপ প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেন, এই সপ্তাহে বাখমুত ও লাইমানে ব্যাপক আক্রমণ চালায়। তবে আমাদের সেনাদের দৃঢ়তায় তা ব্যার্থ হয়েছে।  

সর্বশেষ হামলায় চার রুশ সেনা আহত ও সাতজন আহত হয়েছে বলে দাবি ক্রেমনলিনের।  

news24bd/আজিজ