শিগগিরই রাশিয়া থেকে সার আমদানি করা হবে: কৃষিমন্ত্রী

ফাইল ছবি

শিগগিরই রাশিয়া থেকে সার আমদানি করা হবে: কৃষিমন্ত্রী

শাহনাজ ইয়াসমিন

কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, নিষেধাজ্ঞার কারণে এতদিন রাশিয়া থেকে সার আমদানি বন্ধ ছিল। এই নিষেধাজ্ঞা আর থাকছে না। শিগগিরই রাশিয়া থেকে সার আমদানি করা হবে।  

আজ রোববার সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভিকেনতিয়েভিচ ম্যানতিতস্কির বৈঠক হয়।

বৈঠক শেষে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, রাশিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক বহু পুরনো। এখন সেটা আরও বেড়েছে। কৃষি ক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে।

বাংলাদেশ থেকে আলু এবং ফুলকপি নিতে চায় রাশিয়া। কৃষি মন্ত্রণালয়ের সাথে রাশিয়ার নানা ধরণের সম্পর্ক আছে।

মন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে জিনিসপত্রের দাম না কমা পর্যন্ত বাংলাদেশেও পণ্যের দাম কমবেনা। এখনও ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয়নি, জ্বালানির দাম কমেনি। তাই জিনিসপত্রের দামও কমেছে না।

মন্ত্রী আরও বলেন, কষ্ট হচ্ছে সাধারণ মানুষেরই। আন্তর্জাতিক বাজারে কিছু পণ্যের যেটুকু দাম কমেছে সেটুকুর প্রভাব দেশের বাজারে পড়েনি।

news24bd.tv/রিমু