গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুড়ছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। শনিবার আরও একটি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেখানে। এখন পর্যন্ত দাবানলে দেশটিতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির কর্মকর্তারা জানান, দাবালনের ঘটনায় এখন পর্যন্ত ১১'শ মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।
শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় অঞ্চল আরুকানিয়ায় জরুরি অবস্থা জারি করে চিলি সরকার। এর আগে বিওবিও এবং নুবলে অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারোলিনা তোহা বলেন, আবহাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
news24bd/আজিজ