সাধারণের মতামতের ভিত্তিতে হবে সংসদীয় আসন পুনর্নির্ধারণ

সাধারণের মতামতের ভিত্তিতে হবে সংসদীয় আসন পুনর্নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

বিবিএসের প্রতিবেদন না পাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মতামতের ওপর ভিত্তি করে এবার সংসদীয় আসনের পুনর্নির্ধারণ কাজ করবে নির্বাচন কমিশন -ইসি।

রোববার (৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে কমিশনার মো. আলমগীর জানান, চলতি বছরের জুনের মধ্যে সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হবে। তবে জনসংখ্যার ঘনত্ব দেখে সংসদীয় আসন পুনর্নির্ধারণ করা কঠিন। ভৌগোলিক অখণ্ডতা থাকবে কী থাকবে না, তাও নির্ধারণ হবে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে।

তিনি জানান, আসছে সাত ফেব্রুয়ারি কমিশন সভায় এ বিষয়ে আলোচনার পর সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু হবে। এ কাজে গেলো বছরের তথ্যাদি গুরুত্ব পাবে।

news24bd.tv/FA