আওয়ামী লীগ দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে: নানক
আওয়ামী লীগ দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে: নানক

ফাইল ছবি

আওয়ামী লীগ দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে: নানক

নিজস্ব প্রতিবেদক

উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ঝলমল করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর বেড়িবাঁধ এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটির নবীন বরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নানক বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করছে, কর্ণফুলী টানেল নির্মাণ করছে, মেট্রোরেল নির্মাণ করছে।

যে বাংলাদেশকে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিল খালেদা জিয়া, সেই বাংলাদেশ আলোয় ঝলমল করছে। তিনি বলেন, আমরা বলতে পারি, আওয়ামী লীগই এই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড, মো. সাজ্জাদ হোসেন। এর আগে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অবসর প্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুল হক।

এই নবীন বরণ অনুষ্ঠানকে দুই পর্বে ভাগ করে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

news24bd.tv/FA