১১ দফা দাবিতে রাবার চাষীদের সংবাদ সম্মেলন

১১ দফা দাবিতে রাবার চাষীদের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রাবারকে কৃষিপণ্য ঘোষণা, রাবার চাষীদের স্বল্প সুদে ঋণ প্রদান, উৎপাদিত পণ্যের উপর ভ্যাট, ট্যাক্স প্রত্যাহারসহ ১১ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশন।

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে সংগঠনটির পক্ষে মূল বক্তব্য উপস্থাপন করেন এসোসিয়েশনের উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় রাবার শিল্পের সুরক্ষায় আমদানি পর্যায়ে রাবারের শুল্ককর বৃদ্ধি, হেডম্যান রিপোর্টের যথেচ্ছ ব্যবহার বন্ধ করা, অবৈধ দখল বন্ধ করা, জমি হস্তান্তর ও নামজারি ব্যবস্থা করা এবং শিল্পের সার্বিক উন্নতির লক্ষ্যে একটি রাবার রিচার্স ইন্সটিটিউট প্রতিষ্ঠার জোর দাবি জানানো হয়।

এছাড়া দেশের সকল রাবার বাগান থেকে অবৈধ অনুপ্রবেশকারী ও দখলদারদের অপসারণ, অবৈধ স্থাপনা নির্মাণ, বাগান মালিক ও কর্মচারীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রাণনাশের হুমকির প্রতিবাদ জানানো হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক