শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, বইয়ের ভুল সংশোধনে দুটো কমিটি করে দিয়েছি। আর যদি কোনো ভুল থাকে বা কারও যদি কোনো পরামর্শ থাকে বিবেচনা করবেন। কেউ ইচ্ছাকৃত ভাবে কিছু করেছে কিনা সেটাও তদন্ত করা হবে।
মন্ত্রী বলেন, কোথাও ভুল থাকলে সেই ভুলগুলো সংশোধন করে দেয়া হয়েছে আরও থাকলে সংশোধন করে দেওয়া হবে।
রোববার (৫ ফেব্রুয়ারি) গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ এমপি। আরও ছিলেন কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
news24bd.tv/FA