উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জাকের পার্টির

উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান জাকের পার্টির

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ছেড়ে দেয়া ছয় আসনের উপনির্বাচনে বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের ফলাফল প্রত্যাখ্যান করেছে জাকের পার্টি। রোববার এক সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন দলের দুই প্রার্থী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া মোহাম্মদ ফয়সাল বিন শফিক সনি ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) থেকে অংশ নেয়া আলহাজ্ব আব্দুর রশিদ সরদার বলেন, গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে ব্যাপক অনিয়ম লক্ষ্য করা গেছে।

অভিযোগ করে তারা বলেন, ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ও ইভিএম মেশিন নিয়ে অভিযোগ রয়েছে।

ইভিএম মেশিন হ্যাক করা যায়। এর চিপসেট পরিবর্তন করা যায়। ভোট প্রদানকালে পছন্দের মার্কায় ভোট দিলে অন্য মার্কায় চলে যাওয়া সহ কারিগরি ত্রুটি দেখা দেয়। ভোট কেন্দ্র পরিদর্শনকালে এসব তথ্য সাধারণ ভোটাররা আমাদের কাছে তুলে ধরেছেন।

অভিযোগ করে তারা আরও বলেন, নির্বাচনের ফলাফলে যেভাবে আমাদের দু'জনকে অল্প ভোটের কোটায় রাখা হলো, তা অগ্রহণযোগ্য। এসময় ইভিএমে ভোট না নিয়ে সরাসরি প্রচলিত ব্যালট কিংবা হ্যাকিংমুক্ত সর্বাধুনিক প্রযুক্তি ব্লক চেইন টেকনোলজি ও ই-ভোটিং প্রবর্তনের দাবি জানান তারা। সবশেষে এই দুই প্রার্থী উপনির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন।

news24bd.tv/FA