সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত
সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

প্রতীকী ছবি

সাতক্ষীরায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত

মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা : 

সাতক্ষীরার আশাশুনিতে মাটিবাহী ট্রাকের ধাক্কায় উর্মিলা নামে এক গৃহবধূ নিহত হয়েছে। রোববার (৫ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার গোয়ালডাঙ্গা বাজারের পাশ্ববর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের মানসিক ভারসাম্যহীন রঞ্জন মণ্ডলের স্ত্রী।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাালে গৃহবধূ প্রমিলা মণ্ডল নিজবাড়ি থেকে বের হযে কাজ করতে মাঠে যাচ্ছিল।

প্রতিমধ্যে সত্যরঞ্জন মণ্ডলের বাড়ির পাশে পৌঁছাল দুটি মাটিবাহী ট্রাক পাশ কাটাতে গিয়ে পথচারী গৃহবধূকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তিনি নিহত হন।