পুলিশের নাশকতার মামলায় খুলনার বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা বিএনপির ৪৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিবাদী পক্ষের আইনজীবী অ্যাড. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বটিয়াঘাটা, ডুমুরিয়া ও পাইকগাছা থানায় পুলিশ ষড়যন্ত্রমূলক মিথ্যা নাশকতা মামলা করে।
এর আগে ২৫ জানুয়ারি খুলনা, লবনচরা ও হরিণটানা থানায় নাশকতার তিনটি মামলায় মহানগর ও জেলা বিএনপির দুই সদস্য সচিবসহ ৬৬ নেতাকর্মীর জামিন না-মঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণ করেন আদালত।
মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, মহানগরী ও জেলার বিভিন্ন থানায় মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে।