তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ
তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ

সংগৃহীত ছবি

তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ

অনলাইন ডেস্ক

শক্তিশালী ভূমিকম্পের আঘাতে লন্ডভন্ড হয়েছে তুরস্কের একটি অংশ। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে, বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন, তখন এ ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষের মৃত্যু খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো 

যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থা ইউএসজিএস এক বিবৃতি অনুযায়ী, পর পর দু’টি ভূমিকম্প হয়েছে তুরস্কে। প্রথমটি হয়েছে ভোর ৪ টা ১৭ মিনিটে এবং সেটির মাত্রা ছিল ৭ দশমিক ৮; দ্বিতীয়টি ঘটে তার ১৫ মিনিট পর।

সেটি মাত্রা ছিল ৬ দশমিক ৭। সিরিয়া, লেবানন এবং সাইপ্রাসের কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুন...তুরস্কে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প, নিহত অন্তত ১১৮

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে আঘাত হানা একটি ভূমিকম্পে ১৭ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।

আজকের এই ভূমিকম্প পুরোনো সেই ভয়াবহ দিনের স্মৃতি নতুন করে জাগিয়ে তুললো।

বিবিসির একজন প্রডিউসার রুশদি আবুলৌফ জানিয়েছেন, তিনি গাজা উপত্যকায় যেখানে ছিলেন, সেখানে অন্তত ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প হয়েছে।

news24bd.tv/ইস্রাফিল