তুরস্ক ও সিরিয়ায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ১৯শ' এর বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভোর ৪ টার দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। খবর বিবিসির।
তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে শক্তিশালী এ ভূমিকম্প হয়।
তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তুরস্কে ১ হাজারের বেশি নিহত হয়েছেন।
আরও পড়ুন...তুরস্কে ভূমিকম্প: উদ্ধার তৎপরতায় সহায়তার নির্দেশ বাইডেনের
এখনো ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। তাই হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী সংস্থাগুলো।
এর আগে, মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানায়, স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭ দশমিক ৮ মাত্রা।
আরও পড়ুন: তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ
news24bd/আজিজ