সিরিয়া-তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ১৯শ' ছাড়ালো

সংগৃহীত ছবি

সিরিয়া-তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ১৯শ' ছাড়ালো

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় হওয়া শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় ১৯শ' এর বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভোর ৪ টার দিকে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। খবর বিবিসির।

তুরস্কের সিরিয়া সীমান্তবর্তী শহর গাজিয়ান্তেপে শক্তিশালী এ ভূমিকম্প হয়।

এতে প্রাণহানি ক্রমাগত বেড়েই চলেছে।  সাড়ে ৫ হাজারের মতো আহত হয়েছেন। ধসে পড়া ভবনে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকারীরা।

 

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তুরস্কে ১ হাজারের বেশি নিহত হয়েছেন।

 ভূমিকম্পের উৎপত্তি তুরস্কে হলেও সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে সিরিয়ায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদ সংস্থা সানা জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৮শ' জনের বেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ হাজারের বেশি আহত হয়েছে। সীমান্তবর্তী শহর আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং তারতুসে হতাহতের এ ঘটনা ঘটে।  

আরও পড়ুন...তুরস্কে ভূমিকম্প: উদ্ধার তৎপরতায় সহায়তার নির্দেশ বাইডেনের

এখনো ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন অনেকে। তাই হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন উদ্ধারকারী সংস্থাগুলো।  

এর আগে, মার্কিন ভূতত্ত্ব জরিপ বিভাগ জানায়,  স্থানীয় সময় ভোর ৪ টা ১৭ মিনিটে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গাজিয়ান্তেপে ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭ দশমিক ৮ মাত্রা।

আরও পড়ুন: তুরস্কে ১৯৯৯ সালের ভূমিকম্পে মারা যায় ১৭ হাজার মানুষ

news24bd/আজিজ