ক্যাপ্টেন ইশরাতসহ বিমানের ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ক্যাপ্টেন ইশরাতসহ বিমানের ২৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

অনলাইন ডেস্ক

মিশরীয় উড়োজাহাজ লিজ দুর্নীতির মাধ্যমে বিমানের ১ হাজার ১৬১ কোটি টাকা ক্ষতির অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ফ্লাইট ক্যাপ্টেন (অপারেশন) ইশরাত আহমেদসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সচিব মাহবুব হোসেন।  

মামলার এজাহারে বলা হয়েছে, উড়োজাহাজ দুটি ৫ বছরের জন্য লিজ নেওয়া হলেও লিজ গ্রহণের মাত্র ১১ মাস পরিচালনা করার পর ২০১৫ সালের ফেব্রুয়ারি হতে আগস্ট পর্যন্ত লিজকৃত উড়োজাহাজ দুটির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। উড়োজাহাজগুলো সচল রাখার জন্য ইজিপ্ট এয়ার থেকে পুনরায় আরও ৪ ইঞ্জিন লিজ নেওয়া হয় এবং সেগুলোও নষ্ট হয়ে যায়।

 

দুদক সচিব জানান, টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছেন বিমান সংশ্লিষ্টরা। সচিব বলেন, বিমানের বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি খতিয়ে দেখছেন তাঁরা।

news24bd.tv/ইস্রাফিল