খালেদার মুক্তির আবেদনে রাজনীতি না করার বিষয়টি ছিল না: আইনমন্ত্রী

খালেদার মুক্তির আবেদনে রাজনীতি না করার বিষয়টি ছিল না: আইনমন্ত্রী

হাবিবুল ইসলাম

খালেদা জিয়া আর রাজনীতি করবেন না এমন মুচলেকার কথা মুক্তির আবেদনে ছিলো না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইন্সটিটিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, যে যার মত দেয় তা আমরা শুনবো।  কিন্তু যেভাবে আইন পাস করা হয়; প্রথা নিয়ম মেনেই আমরা সেভাবে তথ্য উপাত্ত আইন পাস করবো।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, যে মুচলেকা পত্রটি লেখা হয়েছিলো তার মধ্যে খালেদা জিয়ার রাজনীতি করার বিষয়ে কোনো কথা উল্লেখ ছিলো কিনা আমার মনে নেই। কিন্তু পত্রিকার খবরের মাধ্যমে জানতে পারি খালেদা জিয়ার মুক্তির পর তার ভাই শামীম এস্কেন্দার বিএনপি নেতাদের বলেছিলেন কোনো রাজনৈতিক প্রোগ্রামে যেন খালেদা জিয়ার নাম না থাকে।

মন্ত্রী আরও বলেন, সুতরাং আমি ধরে নিচ্ছি এরকম কোনো কথা মুচলেকায় ছিলো না। কারণ মুচলেকায় কী লেখা বা শর্ত ছিলো সেগুলো আমার আবার দেখতে হবে।

ডাটা প্রটেকশন আইন পাস হলে অনেক মার্কিন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে চলে যেতে হবে এমন মন্তব্যের প্রেক্ষিতে এ কথা জানান মন্ত্রী। এর আগে মন্ত্রী অতিরিক্ত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের বিচারকদের এক কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দেন।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক