বেলজিয়ামের রানিকে টি-শার্ট উপহার দিলেন গার্মেন্টসকর্মীরা

বেলজিয়ামের রানিকে টি-শার্ট উপহার দিলেন গার্মেন্টসকর্মীরা

রাষ্ট্রীয় সফরে ঢাকায় এসে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির নিট অ্যাপারেলস কারখানা পরিদর্শন করলেন বেলজিয়ামের রানি মাথিল্ডে। সোমবার সকালে ঢাকায় এসে পৌঁছান রানি।

এরপর নারায়ণগঞ্জের ফতুল্লায় ফকির নিট অ্যাপারেলস কারখানা পরিদর্শনে যান তিনি। সেখানে গার্মেন্টসের দুই কর্মী পলি এবং মহসিনা বেলজিয়ামের রানিকে টি-শার্ট উপহার দেন।

এতে ওই দুই কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন ম্যাথিল্ডে।

জাতিসংঘ মহাসচিবের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের জন্য নিয়োজিত ১৭ জন অ্যাডভোকেটের একজন হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন বেলজিয়ামের রানি মাথিল্ডে।

নারায়ণগঞ্জের ফকির নিট অ্যাপারেলস কারখানা পরিদর্শন উপলক্ষে প্রশাসন এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। রানি নারায়ণগঞ্জে ইউনিসেফের একটি স্কুল পরিদর্শন করবেন বলে জানা গেছে।

তিন দিনের সফরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানিকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

news24bd.tv/FA