বুয়েট ছাত্র ফারদিন হত্যা: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

ফাইল ছবি

বুয়েট ছাত্র ফারদিন হত্যা: বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন

অনলাইন ডেস্ক

আলোচিত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রামপুরা থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

সংবাদমাধ্যমে ইয়াসিন বলেন, 'স্পেনে বিতর্ক প্রতিযোগিতায় যাওয়ার বিমান ভাড়া সংগ্রহ করতে না পারা, ছোট দুই ভাইকে টিউশনি করে পড়াশোনার খরচ জোগানোয় সংগ্রাম করতে হওয়াসহ নানা কারণে হতাশা থেকে ফারদিন আত্মহত্যা করেন বলে চূড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। '

তিনি জানান, সাক্ষী হিসাবে মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এতে খুনের আলামত না পাওয়ার কথা জানিয়ে এই চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি মামলাটির আদালত কর্তৃক ধার্য তারিখ রয়েছে।

অভিযোগ করে ফারদিনের বাবা কাজী নুরউদ্দিন রানা বলেন, বিচারের নামে আমি প্রহসনের শিকার হলাম। এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যা শক্তিশালী জায়গা থেকে করা হয়েছে।

আইন-শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাঁচিয়ে দিতে আত্মহত্যা বলছে। এতদিন তদন্তের প্রতি আস্থা ছিল। এই প্রতিবেদনে আমি অসন্তুষ্ট।

গত বছরের ৭ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এ ঘটনায় বান্ধবী বুশরাসহ অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা করে লাশ গুম করার অভিযোগে রামপুরা থানায় মামলা করেন ফারদিনের বাবা নূর উদ্দিন রানা। এর তিনদিন পর ফারদিন নূর পরশকে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করা হয়।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক