তুরস্কে সহায়তায় এয়ার ব্রিজ নির্মাণের ঘোষণা কাতার-কুয়েতের

সংগৃহীত ছবি

তুরস্কে সহায়তায় এয়ার ব্রিজ নির্মাণের ঘোষণা কাতার-কুয়েতের

অনলাইন ডেস্ক

তুরস্কের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় মানবিক সহায়তা নিরবচ্ছিন্নভাবে অব্যাহত রাখতে একটি এয়ার ব্রিজ নির্মাণের কথা জানিয়েছে কাতার এবং কুয়েত।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির বরাতে কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, কাতারের ইন্টারন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ গ্রুপ (কিউএসআরটি) সোমবারই এয়ার ব্রিজ ও উদ্ধার যান নিয়ে তুরস্কে যাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, আরেক বিবৃতিতে কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহও জানিয়েছেন, 'জরুরী সাহায্য এবং চিকিৎসা কর্মী পাঠানোর জন্য' এয়ার ব্রিজ স্থাপনের নির্দেশ দেয়া হয়েছে। শিগগিরই এই এয়ারব্রিজ দিয়ে উদ্ধার তৎপরতায় গতি আসবে।

সোমবার সকালে তুরস্কের মধ্যাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ায় সোমবার ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে। প্রায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে তুরস্কে ১৩শ এর বেশি এবং সিরিয়ায় হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক