তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, রাষ্ট্রপতির শোক

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প, রাষ্ট্রপতির শোক

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সোমবার (৬ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ভূমিকম্পে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেন তিনি।

আবদুল হামিদ বলেন, তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ বিপদের সময় বাংলাদেশ সরকার ও জনগণ তাদের পাশে আছে।

উল্লেখ্য, সোমবার (৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চল এবং সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের গাজিয়ানটেপ শহরের কাছে৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে উভয় দেশের ২ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছে। আহত হয়েছে কয়েক হাজার মানুষ। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ভূমিকম্পের কারণে ওই অঞ্চলজুড়ে ভবন ধসে পড়েছে।

ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে অভিযান চলছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক