ভূমিকম্পে মৃত্যু ২৬০০ ছাড়িয়েছে, বহু নিখোঁজ

ভূমিকম্পে মৃত্যু ২৬০০ ছাড়িয়েছে, বহু নিখোঁজ

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়ায় সোমবার স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ২ হাজার ৬০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছে অনেকেই।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ৯৬৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৬৫১ জনে দাঁড়িয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় সোমবার ভোররাতে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর স্থানীয় সময় দুপুরে তুর্কির দক্ষিণ-পূর্বাঞ্চলে আবারও একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুর্কির কাহরামানমারাস শহর।

শহরটিতে প্রথম দফার ভূমিকম্পের পর ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেখানে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সর্বশেষ তুরস্কে ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে ৩৩ হাজার মানুষের মৃত্যু হয়।

news24bd.tv/তৌহিদ