ভূমিকম্প: তুরস্কে ৬৪৪৫ জন উদ্ধার

ভূমিকম্প: তুরস্কে ৬৪৪৫ জন উদ্ধার

অনলাইন ডেস্ক

তুরস্কে ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৪৪৫ জনকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) প্রধানের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এএফএডি প্রধান ওরহান তাতার বলেছেন, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পে অন্তত ৫ হাজার ৬০৬টি ভবন ধ্বংস হয়ে গেছে।

৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প তুরস্ক ও সিরিয়ায় আঘাত হেনেছে।

এটি দেশটিতে গত ৮৪ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এ ভূমিকম্পে দুই দেশের বেশ কয়েকটি শহরের হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। আহত হয়েছেন কয়েক হাজার।

এদিকে দফায় দফায় বাড়ছে মৃতের সংখ্যা।

এই ভূমিকম্পে দুই দেশে এখন পর্যন্ত মোট ২ হাজার ৬১৯ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা অনেক।

অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত ও নিহত‌দের উদ্ধার করছেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক