তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প হবে, ৩ দিন আগেই জানিয়েছিলেন গবেষক

সংগৃহীত ছবি

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প হবে, ৩ দিন আগেই জানিয়েছিলেন গবেষক

অনলাইন ডেস্ক

ভূমিকম্প বিষয়ে আগাম সতর্কতা জারির কোনো পদ্ধতি এখনো বের করতে পারেনি আধুনিক বিজ্ঞান। হঠাৎ করেই আঘাত হানা ভূকম্পনে তাই ক্ষয়ক্ষতির পরিমাণও থাকে অনেক বেশি। তেমনই ভয়াবহ এক ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক ও সিরিয়া। নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪ হাজার ৩ শর বেশি।

 

তবে এই ভূমিকম্প হওয়ার ৩ দিন আগেই এর পূর্বাভাস দিয়েছিলেন এক ডাচ গবেষক। সোলার সার্ভিস জিওমেট্রি সার্ভের একজন গবেষক ফ্রাঙ্ক হোগারবিটস জানিয়েছিলেন, শীঘ্রই হোক বা পরে মধ্য-দক্ষিণ তুরস্ক, জর্ডান, সিরিয়া ও লেবানন অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প হবে। গত ৩ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মধ্যম টুইটারে তিনি এ পূর্বাভাস দেন।

এর তিন দিন পর সেই অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে।

এর পরই টুইটারে ভাইরাল হয়ে যায় তার টুইটটি। ৪ কোটির বেশি বার দেখা হয়েছে তার এই টুইট। অনেকেই তাকে ভুয়া গবেষক বলে আখ্যা দিচ্ছে। কীভাবে সে এই পূর্বাভাস দিয়েছে তা জানতে চেয়েছে।  

ভূমিকম্পের পর হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে এই গবেষক। তিনি বলেন, মধ্য তুরস্কে হওয়া এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের প্রতি আমার সমবেদনা। আমি যেমনটা বলেছিলাম, এই এলাকায় এমনটা হবে।

news24bd/আজিজ