ঢালিউড তারকা দম্পতি শরীফুল রাজ আর পরীমনি। তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য। ছেলেকে নিয়ে প্রায় প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন পরীমনি।
সোমবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে ছেলে রাজ্য'র ২টি ছবি পোস্ট করেছেন পরী।
ক্যাপশনে পরীমনি লেখেন, 'আমার দুষ্টু পাখি। এটা তার মাঝ রাত্তিরের নতুন খেলা'।
আগামী ১০ ফেব্রুয়ারি ছয় মাস পূর্ণ হবে রাজ্যের।
ওই স্ট্যাটাসে তিনি লেখেন, 'রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?' সঙ্গে ইমোজিও জুড়ে দেন। এরপর পরী লেখেন, 'এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে '।
পরীমনি আরও জানান, '১০ ফেব্রুয়ারি নিজ হাতে বাজার করবো, রান্না করবো। মা হিসেবে আমার জন্য বিশেষ দিন হবে এটি। নিজ হাতে রান্না করে ছেলের মুখে প্রথম ভাত তুলে দেব। একটু ভয়ও পাচ্ছি, ভাত তুলে দেওয়ার সময় ওর প্রতিক্রিয়া কী হয়, ভেবে'।
news24bd.tv/রিমু