রাজধানীতে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

ফাইল ছবি

রাজধানীতে ২ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

অনলাইন ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে আবারও ২ দিন পদযাত্রা করবে বিএনপি। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ১০ দফা দাবি আদায়ে ৯ ফেব্রুয়ারি রাজধানীর গোপীবাগ থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত ও ১২ ফেব্রুয়ারি শ্যামলী থেকে রিংরোড, শিয়ামসজিদ, তাজমহল রোড, নূরজাহান রোড, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে বসিলা পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি।

এছাড়া জনগণ যদি চায় হরতালের মতো কর্মসূচিও আসতে পারে বলেও জানান তিনি।

ফখরুল বলেন, বিএনপির সব শান্তিপূর্ণ কর্মসূচি নস্যাৎ করতে পাল্টা কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ। এ সময় সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার চালু করার দাবিও জানান তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির যেকোনো কর্মসূচি ঘিরে উসকানি দেয়ার চেষ্টা করছে আওয়ামী লীগ। দেশকে অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে ক্ষমতাসীনরা ষড়যন্ত্র করছে।

তবে কোনো ট্রাপে পা দেবে না বিএনপি।

news24bd.tv/রিমু