বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে সড়ক পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মোল্লাহাটের নাশুখালি স্যোসাল ওয়েলফেয়ার মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক গণেশ চন্দ্র পোদ্দার (৪৬) নিহত হয়েছেন। মঙ্গলবার মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকার বাগেরহাট-ঢাকা জাতীয় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত গণেশ পোদ্দার উপজেলার চাউলটুরি গ্রামের চিত্তরঞ্জন পোদ্দারের ছেলে।

মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মেহেদী হাসান জানান, শিক্ষক গণেশ পোদ্দার পারাপারের সময় সময় অজ্ঞাত একটি ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক