‘সড়কের মানুষ’ সড়কেই মৃত্যু

‘সড়কের মানুষ’ সড়কেই মৃত্যু

জাহিদুজ্জামান, কুষ্টিয়া

ফেরি করে ঝুড়িভাজা চানাচুর বিক্রি করতেন। সারাদিন থাকতেন সড়কে, বাসে, বাসস্ট্যান্ডে। চলন্ত বাস থেকে নামতে গিয়ে তার হকারের জীবানাবসান হয়েছে। বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।

ঘটনাটি কুষ্টিয়ার কুমারখালীতে ঘটে মঙ্গলবার দুপুর ২টার দিকে। আর নিহতের নাম আনোয়ারা শাহ (৩০)।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কালীবাড়ি এলাকার হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ঝুড়িভাজা বিক্রির উদ্দেশ্যে আনোয়ার সাহা খোকসা বাসস্টান্ড থেকে বিআরটিসি বাস উঠেছিলেন। এরপর নামতে চাইলে বাস কর্তৃপক্ষ কুমারখালী বাসস্টান্ডের গোলচত্ত্বর এলাকায় চলন্ত বাসের গতি কিছুটা কমিয়ে তাকে নামিয়ে দেন।

চলন্ত বাস থেকে নেমে শরীরের নিয়ন্ত্রণ রাখতে না পেরে ওই বাসেরই পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে
প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৪টার দিকে তারা মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি দেবব্রত রায় বলেন, মরদেহ উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো তিনি। বাসটিকে জব্দ করেছে পুলিশ।

news24bd.tv/তৌহিদ