রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদের সরকারি দলের এক সভায় মঙ্গলবার এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মনোনয়নের বিষয়ে সংসদের সরকারি দলের বৈঠকে আওয়ামী লীগের এমপিরা সমস্বরে রাষ্ট্রপতি মনোনয়ন সংসদ নেতা শেখ হাসিনাকে দায়িত্ব দেয়।
বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের ঐক্য ও আস্থার প্রতীক বঙ্গবন্ধু শেখ হাসিনা।
এছাড়াও তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় এমপিদের নির্বাচনী এলাকায় আরও বেশি সময় দিয়ে উন্নয়নের সুফল সাধারণ মানুষকে জানানো পাশাপাশি বিরোধীদের অপপ্রচারের জবাব দেওয়ারও নির্দেশ দেন।
news24bd.tv/তৌহিদ