তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ 

তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

তুরস্কে ভূমিকম্পের ঘটনায় উদ্ধারকাজে যাচ্ছে বাংলাদেশের ১০ সদস্যের একটি উদ্ধারকারী দল। এতে বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন করে সদস্য থাকবেন।

পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্র গণমাধ্যমকে জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) দলটি কাল বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

এই দলে কারা থাকবেন, কী কী সরঞ্জাম, উপকরণ ও চিকিৎসা সামগ্রী পাঠানো হবে, তা ঠিক করা নিয়ে কাজ চলছে।

ভূমিকম্পের পরপরই বিভিন্ন দেশ ও সংস্থা তুরস্ক ও সিরিয়ায় সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

আরও পড়ুন... মৃতের সংখ্যা ৭৮০০ ছাড়ালো, ধ্বংসস্তুপে আটকা বহু মানুষ

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী অঞ্চলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। এর পর থেকে দফায় দফায় আরও কয়েকটি ভূমিকম্প হয়েছে। এতে দুই দেশে ধসে পড়েছে হাজার হাজার ভবন। ধ্বংস্তুপ থেকে এখন পর্যন্ত ৭৮০০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এসব ভবনের নিচে আটকা পড়েছে বহু মানুষ। তাদের উদ্ধারে চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকারী ও সাধারণ মানুষ। তবে উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে তীব্র ঠান্ডা, তুষারপাত ও বৃষ্টি।  

চলতি শতকে এটাই তুরস্কে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালে দেশটিতে এমন ভূমিকম্প হয়েছিল। ১৯৯৯ সালে তুরস্কের ইজমিত ও ইস্তাম্বুলের পূর্ব মারমারা উপকূলীয় অঞ্চলে সেই ভূমিকম্পে ১৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হয়।

আরও পড়ুন...

ধ্বংসস্তুপের নিচ থেকে ভিডিও-ভয়েস মেসেজ পাঠাচ্ছে মানুষ

তুরস্কে রেকর্ড ১০০ আফটারশক 

ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে যা জানতে ও মানতে হবে

ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশও, সতর্ক থাকার পরামর্শ

বিশ্বের ভয়াবহ সব ভূমিকম্প 

ধসে পড়েছে তুরস্কের ঐতিহ্যবাহী মসজিদ

যে কারণে তুরস্ক-সিরিয়ায় এত শক্তিশালী ভূমিকম্প

 তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্প হবে, ৩ দিন আগেই জানিয়েছিলেন গবেষক

news24bd.tv/ইস্রাফিল