এইচএসসির ফল প্রকাশ

সংগৃহীত ছবি

এইচএসসির ফল প্রকাশ

অনলাইন ডেস্ক

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...ঢাকা বোর্ডে পাসের হার ৮৭.৮০, ৬২ হাজার জিপিএ-৫ 

এ সময় শেখ হাসিনা বলেন, ‘এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হারে মেয়েদের সংখ্যা বেশি। ছেলেদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়া দরকার। আমাদের ছেলেমেয়েরা আসলেই খুব মেধাবি। ’

সাধারণ শিক্ষার পাশাপাশি প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন, সোনার বাংলা গড়ার চন্য সোনার মানুষ চাই।

আজকের ছেলেমেয়েরা সোনার মানুষ। আমরা ভোকেশনাল ও আইসিটি শিক্ষার সুযোগ বাড়িয়ে দিচ্ছি। আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা করছি। শুধু সাধারণ শিক্ষা অর্জন করলে হবে না, প্রযুক্তি জ্ঞানও লাভ করতে হবে। ’

যুগপোযোগী শিক্ষা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা গবেষণায় গুরুত্ব দিচ্ছি। কৃষি গবেষণায় গুরুত্ব দেওয়া আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের জনসংখ্যা বেশি কিন্তু জমি কম, আমাদের চ্যালেঞ্জটা বেশি। এটা মাথায় রেখে আমাদের গবেষণার মাধ্যমে এগিয়ে যেতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তথ্য-প্রযুক্তি ও কারিগরি শিক্ষাকে সহজ করে দিচ্ছি। ’

গত ৬ নভেম্বরে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন।

যেভাবে ফল জানা যাবে

তিন পদ্ধতিতে প্রতিষ্ঠান-শিক্ষার্থী-অভিভাবকরা ফলাফল জানতে পারবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.dhakaeducationboard.gov.bd এর রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে।

এছাড়া, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

পরীক্ষার ফল প্রকাশের পর এসএমসের মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে। মোবাইল থেকে এসএমএস অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ: HSC Dha 123456 2022 Send to 16222)। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

আলিমের ফল পেতে Alim লিখে একটি স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2022 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনের মাধ্যমে পাওয়া ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের রেজাল্ট কর্নারে ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বরের মাধ্যমে ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে ঢাকা বোর্ডের বিজ্ঞপ্তিতে।  

news24bd.tv/ইস্রাফিল