রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ

ফাইল ছবি

রাজশাহী বোর্ডে পাসের হার ৮১.৬০ শতাংশ

রাজশাহী প্রতিনিধি

২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফল ঘোষণা করেন। এতে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এদিকে, এইচএসসি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ ৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

মোট ১ লাখ ২৯ হাজার ৪২৩ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য রেজিষ্ট্রেশন করলেও অংশ নেয় ১ লাখ ২৬ হাজার ৭০০ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ৩ হাজার ৩৮৫ জন।  

৬৬ হাজার ৯৪৩ জন ছাত্র এবং ৫৯ হাজার ৭৫৭ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়।

ছাত্র পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ এবং ছাত্রী পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ।

এবারে জিপিএ প্রাপ্ত ২১ হাজার ৮৫৫ জনের মধ্যে ৯ হাজার ৮৯৭ জন ছাত্র এবং ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী। আগের বছরের তুলনায় কমেছে পাসের হার এবং জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা।

২০১ কেন্দ্রে ৭৫১টি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে এবং একজনও পাস করেনি ৯টি কলেজে।

news24bd.tv/রিমু

এই রকম আরও টপিক