দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে এইচএসসি-২০২২ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এই বোর্ডে এবার মোট পাশের হার ৭৯ দশমিক ৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৩০ জন শিক্ষার্থী। যার মধ্যে ৫ হাজার ৫৭৫ জন ছাত্র এবং ৬ হাজার ২৫৫ জন ছাত্রী।
দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ৮টি জেলার ৬৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৯৯হাজার ৭২৭জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।
এই শিক্ষা বোর্ডে গতবারের (২০২১) চেয়ে পাশের হার কমেছে ১২ শতাংশেরও বেশি। ২০২১ সালে এইচএসসিতে পাশের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ। তবে গতবারের মতো এবারও জিপিএ-৫ এ ছাত্রদের চেয়ে এগিয়ে রয়েছে ছাত্রীরা।
news24bd.tv/তৌহিদ