নটরডেমে ২৯০১ জিপিএ-৫, ফেল ৭ শিক্ষার্থী

নটরডেমে ২৯০১ জিপিএ-৫, ফেল ৭ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২২ সালের ফলাফলের দিক থেকে বরাবরের মতোই সেরা অবস্থানে রয়েছে নটরডেম স্কুল অ্যান্ড কলেজ। এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯০১ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২ হাজার ৬২ জন, বিজনেস স্টাডিজ থেকে ৫৯৫ জন, মানবিক বিভাগ থেকে ২৪৪ জন। এছাড়া ফেল করেছেন ৭ শিক্ষার্থী।

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে ফল প্রকাশের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের আগে ডিগ্রি অর্জনের পাশাপাশি বিষয়ভিত্তিক দক্ষতা অর্জনের তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যেতে হলে সোনার মানুষ দরকার। দেশকে দারিদ্রমুক্ত করতে হলে শিক্ষিত জাতি অপরিহার্য।

শিক্ষার জন্য সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ রেখে বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করেছে সরকার। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি। প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের হাতে করা।

ফল প্রকাশের আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এরপর সব বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক