জিপিএ-৫ নিয়ে পাস করলেন আর্চার দিয়া সিদ্দিকী

সংগৃহীত ছবি

জিপিএ-৫ নিয়ে পাস করলেন আর্চার দিয়া সিদ্দিকী

অনলাইন ডেস্ক

আর্চারিতে নারী আর্চার হিসেবে দিয়া সিদ্দিকীর কৃতিত্বের কমতি নেই। তবে শুধু খেলাধুলা নয়, পড়ালেখায়ও যে তিনি কম যান না এবার সেটাও প্রমাণ করলেন তিনি। টোকিও অলিম্পিক খেলা এই আর্চার একাডেমিক ফলাফলেও দারুণ পারফরম্যান্স করেছেন।

আজ প্রকাশিত ২০২২ সালের এএইচএসি পরীক্ষায় তিনি জিপিএ-৫ পেয়েছেন।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন দিয়া। বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী সাত বিষয়ের মধ্যে পাঁচ বিষয়ে এ প্লাস (৮০ অধিক) পেয়েছেন। বাংলা ও ইংরেজিতে এ পেয়েছেন দিয়া।

সর্বশেষ ২০২১ টোকিও অলিম্পিক আর্চারিতে মেয়েদের রিকার্ভ এককের চূড়ান্ত পর্বে খেলেছিলেন দিয়া সিদ্দিকী।

রোমান সানার সঙ্গে জুটি গড়ে সেবার খেলেছিলেন মিশ্র দ্বৈত ইভেন্টেও। আগামী বছর প্যারিস অলিম্পিকেও খেলার স্বপ্ন দেখছেন দেশসেরা নারী আর্চার। খেলাধুলায় সর্বোচ্চ স্তর অলিম্পিকে অংশগ্রহণের পর এবার দিয়া সিদ্দিকী পড়াশোনায়ও সর্বোচ্চ ফলাফল করলেন।

news24bd.tv/সাব্বির

এই রকম আরও টপিক