আক্রমণাত্মক ফুটবল খেলবো, জয়ের জন্য খেলবো: বাংলাদেশ কোচ

সংগৃহীত ছবি

আক্রমণাত্মক ফুটবল খেলবো, জয়ের জন্য খেলবো: বাংলাদেশ কোচ

অনলাইন ডেস্ক

কোনো ম্যাচ না হেরেই অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। শিরোপা নির্ধারণী ম্যাচে উড়তে থাকা মেয়েদের প্রতিপক্ষ নেপাল। যাদের হারিয়েই গত বছর সিনিয়র সাফের শিরোপা জিতেছিল সাবিনা-কৃষ্ণারা। প্রতিযোগিতা ভিন্ন হলেও এবারও বাংলাদেশের লক্ষ্য এক।

আক্রমণাত্মক ফুটবল খেলে নেপালকে হারিয়ে ঘরের মাঠে ট্রফি নিয়ে উদযাপন করতে চায় গোলাম রব্বানী ছোটনের ছাত্রীরা।

লিগ পর্বে নেপালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করলেও, শেষ ম্যাচে ভুটানকে আবার ৫-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিকরা। প্রতিটি ম্যাচেই বাংলাদেশ আক্রমণে পরাভূত করেছে প্রতিপক্ষকে।

ফাইনালেও একই কৌশলে দলকে খেলাবেন বলে ঠিক করে রেখেছেন গোলাম রব্বানী ছোটন।

আগামীকাল বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) টুর্নামেন্টের ফাইনালকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে ছোটন বলেন, ‘আমরা আগেও এই দলের সঙ্গে খেলেছি। ২০১৮ সালে ওদের বিপক্ষে গ্রুপ পর্বে খেলেছিলাম। জামশেদপুরেও ওদের বিপক্ষে দুই ম্যাচ খেলে জিতেছি। এখানেও জিতেছি। ৯০ মিনিট মেয়েরা ভালো পারফর্ম করেছে। আমরাও নেপালের খেলা দেখেছি। আমাদের পরিকল্পনা ওভাবে সাজানো হয়েছে। আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলব এবং আক্রমণাত্মক ফুটবল খেলব। জয়ের জন্য খেলব। ’

তবে শিরোপা নির্ধারণী লড়াই খুব রোমাঞ্চকর হবে মনে করছেন বাংলাদেশ কোচ। গোলাম রব্বানী ছোটন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ফাইনাল খুব প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচ হবে। আশা করি, দর্শকরা উপভোগ করতে পারবে। অবশ্যই নেপাল ভালো দল। গতকাল ভারতের বিপক্ষে ওরা জিতেছে। ভারত খুবই শক্তিশালী দল। আমি মনে করি, আগামীকাল খুবই ভালো ম্যাচ হবে। ভিন্ন একটি ম্যাচ হবে। ওরা ভারতের বিপক্ষে জিতেছে। নেপাল আরও আত্মবিশ্বাস নিয়ে নামবে। ’

ঘরের মাঠে ট্রফি রেখে দিতে চান বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র, ‘আমাদের লক্ষ্যই ছিল ফাইনাল খেলব। ফাইনালে উঠেছি। চেষ্টা থাকবে ঘরের মাঠে ট্রফি রেখে দিতে। সে লক্ষ্যে আমরা মাঠে নামব। অবশ্যই খেলার মধ্যে সুযোগ আসবে এবং সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। ’

টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ চার গোল করেছেন শামসুন্নাহার। ফাইনালে ব্যক্তিগত কোনো লক্ষ্য স্থির করেছেন কিনা এমন প্রশ্নের জবাবে শামসুন্নাহার বলেছেন, ‘দলের পারফম্যান্স সবার আগে। আমি চেষ্টা করব দল যেনো জিতে। গোলের সুযোগ আমার বেলায় যদি ৫০ শতাংশ থাকে কিন্তু অন্যের যদি ৭০ শতাংশ থাকে, তাহলে আমি তাকে দিয়েই গোল করাব। কারণ এখানে দলের ফল আগে। দলের ফল আগে বের করে পরে নিজের চিন্তা করব। ফাইনালে সেরাটা দেওয়ার চেষ্টা করব। প্রথম তিন ম্যাচে যা দিয়েছি তার থেকেও বেশি দেওয়ার চেষ্টা করব। ’

news24bd.tv/সাব্বির