সড়ক দুর্ঘটনায় আবখাজিয়ার প্রধানমন্ত্রী নিহত

আবখাজিয়ার প্রধানমন্ত্রী জিনান্দি জাগুলিয়া

সড়ক দুর্ঘটনায় আবখাজিয়ার প্রধানমন্ত্রী নিহত

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

জর্জিয়ার বিচ্ছিন্ন অঞ্চল আবখাজিয়া প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী জিনান্দি জাগুলিয়া (৭০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সিরিয়ায় রাষ্ট্রীয় সফর শেষে রাশিয়ার সোচি বিমানবন্দর হয়ে নিজ দেশে ফেরার পথে তিনি মারা যান।  

শনিবার (৮ সেপ্টেম্বর) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় পশু ও সুখুমি অঞ্চলের মাঝামাঝি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে আবখাজিয়ার মন্ত্রী পরিষদের ওয়েবসাইটের এক বিবৃতিতে বলা হয়। তবে এ দুর্ঘটনায় গাড়ির চালক ও নিরপত্তারক্ষী অক্ষত রয়েছেন।

  

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিকে থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ওই সময় গাড়িবহরের অপর একটি গাড়িতে করে ফিরছিলেন দেশটির প্রেসিডেন্ট রাউল খাজিমবা। তবে তিনি কোনো আঘাত পাননি।

প্রসঙ্গত, এক দশক আগে রাশিয়া ও জর্জিয়ার যুদ্ধ শেষে আবখাজিয়ার স্বাধীনতাকে যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছে রাশিয়া তার অন্যতম।

আবখাজিয়া ও সাউথ ওশেটিয়া জর্জিয়ার ২০ শতাংশ এলাকা নিয়ে দুটি বিচ্ছিন্ন প্রজাতন্ত্র।

রাশিয়া ছাড়াও ভেনেজুয়েলা, নাউরু, সিরিয়া এবং নিকারাগুয়া আবখাজিয়াকে স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা দিয়েছে। তবে জর্জিয়া এখনো এ অঞ্চলকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে।

 

সূত্র: এএফপি সাউথ চায়না মর্নিং পোস্ট, আরটি,

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর