রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় সড়ক দুর্ঘটনায় পলাশ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে কাজলা ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত পলাশের সহকর্মী মো. সাইফুল ইসলাম জানান, পলাশের বাসা যাত্রাবাড়ি কাজলা স্কুল গলিতে।
তিনি আরও জানান, রাতে কাজ শেষ করে পলাশসহ চার সহকর্মী বাসায় ফিরছিলেন। কাজলা ব্রিজের ওপরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন পলাশ। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে তার বিস্তারিত ঠিকানা জানাতে পারে নাই সহকর্মীরা।
news24bd.tv/কামরুল