‘অপয়া’ জার্সি নম্বরে আবারও যে শিরোপা খোয়ালেন মেসি
‘অপয়া’ জার্সি নম্বরে আবারও যে শিরোপা খোয়ালেন মেসি

সংগৃহীত ছবি

‘অপয়া’ জার্সি নম্বরে আবারও যে শিরোপা খোয়ালেন মেসি

অনলাইন ডেস্ক

ফুটবল ক্যারিয়ারে কোনো অপূর্ণতাই নেই লিওনেল মেসির। যে সব টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি, সেই সব টুর্নামেন্টের শিরোপা অন্তত একবার হলেও জিতেছেন তিনি। তবে ব্যতিক্রম এক ফ্রেঞ্চ কাপ। ২০২১ সালে পিএসজিতে যোগ দেওয়ার পর দুইবার এই টুর্নামেন্টে অংশ নেওয়ার পরও ট্রফি জেতা তো দূরে থাক, শেষ ষোলোর বাঁধাই পেরোনো হয়নি তার।

গতকাল রাতে ফ্রেঞ্চ কাপের শেষ ষোলো থেকে আবার ছিটকে গেছে পিএসজি। মার্শেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় প্যারিসের ক্লাবটি। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৪টি আলাদা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেসি। তবে মার্শেইয়ের কাছে হারে ফ্রেঞ্চ কাপ জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল মেসির।

এই হারের পর কুসংস্কারে বিশ্বাসী ফুটবল সমর্থকরা মেসির জার্সি নম্বর নিয়েও কথা বলাবলি শুরু করে দিয়েছেন। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে সম্ভাব্য সব ট্রফি মেসি জেতেন ১০ নম্বর জার্সি পরে। পিএসজির হয়ে মেসি খেলেন ৩০ নম্বর জার্সি পরে। কিন্তু দুটি ম্যাচে তিনি খেলেছেন ১০ নম্বর জার্সি পরে। দুটিই ফ্রেঞ্চ কাপের ম্যাচে। একটি গত রাতে, অন্যটি গত বছর ৩১ জানুয়ারি। আর এই দুই ম্যাচেই হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসিকে। ফলে এই ১০ নম্বর জার্সিকে অপয়া অপবাদ শুনতে হচ্ছে।

হতাশাজনক রাত গেলেও পিএসজির হয়ে এ মৌসুমে বড় দুটি শিরোপা জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। লিগ ও চ্যাম্পিয়নস লিগ। লিগ আঁ-তে বেশ ভালো অবস্থানে রয়েছে পিএসজি। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২২টি করে ম্যাচ খেলা মার্শেইয়ের ও লেঁসের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান পিএসজির।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে আতিথ্য দিয়ে ৮ মার্চ ফিরতি লেগে বায়ার্নের মাঠে নামবে ক্রিস্তফ গালতিয়েরের দল। চ্যাম্পিয়নস লিগ জিততেই কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারকা খেলোয়াড়দের সমাবেশ ঘটিয়েছে পিএসজি। দেখা যাক, মেসি এবার পিএসজিকে ইউরোপসেরা বানাতে পারেন কি-না!

news24bd.tv/সাব্বির