মোটর সাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভ, অতঃপর

বাইক দুর্ঘটনায় নিহত কিশোর প্রিন্স জিশেন

মোটর সাইকেল চালানো অবস্থায় ফেসবুক লাইভ, অতঃপর

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

হেলমেট ছাড়াই বন্ধুর সঙ্গে মহাসড়কে মোটর সাইকেল নিয়ে বেরিয়েছিল এক কিশোর। কিন্তু বাইক চালানো অবস্থায় ফেসবুক লাইভ করতে গিয়ে বাঁধলো বিপত্তি। লরির চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে সেই কিশোরের। গুরুতর আহত হয়েছে তার সঙ্গী।

ভারতের পশ্চিমবঙ্গের (বাংলার) মুর্শিদাবাদে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গত রাতে (৯ সেপ্টেম্বর) ধুলিয়ানের বাসিন্দা প্রিন্স জিশেন ও তার বন্ধু ৩৪ নম্বর জাতীয় সড়কে মোটর সাইকেল চালানোর সময় ফেসবুক লাইভ করছিল। তাদের কারও মাথায় হেলমেট ছিল না। পরে তারা একটি রেস্তোরাঁয় খাওয়ার সময়ও চলছিল ফেসবুক লাইভ।

 

খাওয়া শেষে ওই অবস্থাতেই আবারও মহাসড়কে মোটর সাইকেল চালাতে শুরু করে তারা। এর কিছুক্ষণ পর ডাকবাংলো মোড়ের কাছে তাদের বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিকে থেকে একটি লরি চলে আসে। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জিশেনের।

আশঙ্কাজনক অবস্থায় তার বন্ধুকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  


অরিন▐ NEWS24