ঝিনাইদহের হরিণাকুন্ডুতে পানিতে ডুবে সাবিত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার জোড়াদহ ইউনিয়নের জোড়াদহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাবিত একই গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে। শিশু সাবিতের মৃত্যুতে স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও স্বজনরা জানান, দুপুরে দিকে সাবিত খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খুঁজতে শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটির মৃতদেহ ভেসে উঠে।
হরিনাকুন্ডু থানার ওসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
news24bd.tv/কামরুল