আড়ি পাতার বিষয়টি আইনসিদ্ধ এবং এর মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশে জঙ্গি দমনে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, যদি আড়ি পাতা না যায়, তবে জঙ্গি-সন্ত্রাসী দমন করব কীভাবে? বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাতে একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা এ কথা বলেন।
এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ, সন্ত্রাস এগুলো যারা মদদ দেয়, তারা যে কিভাবে মদদ দিচ্ছে? আপনারা জানেন যে, ডিজিটাল বাংলাদেশ করেছি আমরা এটা ঠিক।
‘সেগুলো যদি আড়ি না পাতা যায়, তো আমরা এই জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ দমন করব কীভাবে? তাদের এই সমস্ত তথ্য আমরা পাব কীভাবে? কাজেই আমাদের তো এ ব্যাপারে ব্যবস্থা নিতেই হবে। ’
শেখ হাসিনা বলেন, ‘আড়িপাতা নিয়েও অনেকে কথা বলেন, কারণটা কি? কোন রহস্যের কথা বলবেন, যেটা সরকার শুনে ফেললে অসুবিধা হবে? আর সরকার শোনে না, এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাই শোনে। এই জঙ্গিবাদ, সন্ত্রাস বা এই ধরনের কর্মকাণ্ড; সেগুলো রোধ করার জন্য যেটুকু করার সেটুকুই করে।
অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় এমনভাবে অপপ্রচার দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ আমরা করলাম, আর সুযোগ নিচ্ছে এসব অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট; এদের যে অপপ্রচার, এই অপপ্রচারের জন্য দেশবাসী যেন বিভ্রান্ত না হয়, সেটাও তাদের কাছে আমার অনুরোধ। ’
news24bd.tv/ইস্রাফিল