শিকার ধরেও শান্তি নেই অজগরের!

এই শিয়ালটিকেই মেরেছিল অজগরটি

শিকার ধরেও শান্তি নেই অজগরের!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

শিকার ধরে খাওয়ার তোড়জোড় করছিলো অজগর। কিন্তু বাঁধ সাধলো গ্রামবাসী। তাই কষ্ট করে শিয়াল শিকার করেও উদরপূর্তি করতে পারলো না বিশালাকৃতির সাপটি।

শনিবার (৮ সেপ্টেম্বর) ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যের সীমান্তবর্তী ঝাড়গ্রামের পড়িহাটি রেঞ্জের এনাটার জঙ্গলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন কয়েকজন গ্রামবাসী রোজকার মতো জঙ্গলে কাঠপাতা সংগ্রহ করতে যান। এ সময় জঙ্গলে তারা একটি শিয়ালের আর্তনাদ শুনতে পান। খোঁজাখুজির পরে তারা দেখেন, একটি অজগর সাপ একটি শিয়ালকে গিলে খাওয়ার চেষ্টা করছে!

news24bd.tv
বন বিভাগের কর্মীরা এসে অজগরটিকে নিয়ে যায়

এরপরেই তারা গ্রামের লোকজনেদের খবর দেন। খবর যায় বন দপ্তরেও।

ততক্ষণে অবশ্য সাপটি জঙ্গলের বাইরে চলে এসেছে।  

পরে পুলিশ ও বন দপ্তরের লোকজন এনাটার জঙ্গলে গিয়ে মৃত শিয়াল ও জ্যান্ত অজগরটিকে উদ্ধার করে।  

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি রক পাইথন প্রজাতির। প্রায় ১০ফুট লম্বা অজগরটির গায়ে ছোপছোপ দাগ রয়েছে।  

আরও পড়ুন ► পথে শিয়াল, নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

অজগর দেখতে জঙ্গলের পাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। ঝাড়গ্রামের অতিরিক্ত বন কর্মকর্তা সমীর মজুমদার জানিয়েছেন, খাবারের খোঁজে আজগরটি জঙ্গল থেকে বেরিয়ে এসেছে। উদ্ধার হওয়া অজগরটিকে ঝাড়গ্রামের জুলজিক্যাল পার্কে নিয়ে যাওয়া হয়েছে।


সূত্র: এবেলা

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর