চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ দিতে এসে ধাক্কা খেল গুগল

সংগৃহীত ছবি

চ্যাটজিপিটিকে চ্যালেঞ্জ দিতে এসে ধাক্কা খেল গুগল

অনলাইন ডেস্ক

ওপেনএআইকে চ্যালেঞ্জ ছুড়তে গিয়ে শুরুতেই হোঁচট খেল গুগল। বুধবার (৮ ফেব্রুয়ারি) তাদের নতুন আনা চ্যাটবট ‘বার্ড’-এর একটি প্রচারণামূলক ভিডিওতে বার্ড প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ার কমেছে ১০০ বিলিয়ন ডলার। আর এ সময় প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের শেয়ার বেড়েছে ৩ শতাংশ। খবর রয়টার্স

অ্যালফাবেট টুইটারের মাধ্যমে বার্ডের একটি ছোট জিআইএফ ভিডিও পোস্ট করা হয়েছিল, যেখানে বার্ডকে প্রশ্ন করা হয়, ‘জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কোন নতুন আবিষ্কার আমি আমার ৯ বছর বয়সি সন্তানকে বলতে পারি?’

বার্ড বেশ কয়েকটি উত্তর দিয়ে সাড়া দেয়, যার মধ্যে একটি পরামর্শ দেওয়া হয়— জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করা হয়েছিল আমাদের পৃথিবীর সৌরজগতের বাইরের কোনো গ্রহের (এক্সোপ্ল্যানেট) প্রথম ছবি তোলার জন্য। কিন্তু নাসার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, প্রথম এক্সোপ্ল্যানেটের ছবি জেমস ওয়েবের নয়। এটি তোলা হয়েছিল ২০০৪ সালে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) দিয়ে।


এটি ছিল গুগল তথা অ্যালফাবেটের জন্য একটি বিশাল ধাক্কা।

তারাও সাম্প্রতিক সময়ে বেশ তাড়াহুড়া করেছে, এমনটা বলছেন খোদ প্রযুক্তি বিশ্লেষকরা।  

সিনিয়র সফটওয়্যার বিশ্লেষক গিল লুরিয়া বলেন, ‘যদিও গুগল বেশ কয়েক বছর ধরে এআই উদ্ভাবনে নেতৃত্ব দিয়ে আসছে, তারা তাদের অনুসন্ধান পণ্যে এই প্রযুক্তি প্রয়োগের ক্ষেত্রে ঘুমিয়ে গেছে। ফলে গুগল গত কয়েক সপ্তাহ ধরে অনুসন্ধানে এ সংক্রান্ত প্রযুক্তিতে এগিয়ে থাকার জন্য চেষ্টা করছে এবং ঝাঁকুনি দিতে তাড়াহুড়ো করতে গিয়ে ডেমো ভিডিও চলাকালীন ভুল উত্তর দিয়ে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ’

এদিকে ‘বার্ড’ যেভাবে ডোবাচ্ছে অ্যালফাবেটকে, এর প্রতিদ্বন্দ্বী চ্যাটজিপিটির ক্ষেত্রে ঘটছে এর উলটো। শুধু চ্যাটজিপিটির সাফল্যের কারণে মাইক্রোসফটের ১ হাজার বিলিয়ন ডলারের বিনিয়োগ পেয়েছে এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এরই মধ্যে মাইক্রোসফটের পক্ষ থেকে তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন বিংয়ের সঙ্গে চ্যাটজিপিটির প্রযুক্তি একীভূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

তবে ভবিষ্যতে এ ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতেই চাইবে গুগল। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা আমাদের নিজস্ব অভ্যন্তরীণ পরীক্ষার সঙ্গে বাইরের প্রতিক্রিয়া একত্রিত করব। যাতে বার্ডের প্রতিক্রিয়াগুলো বাস্তব-বিশ্বের তথ্যের গুণমান, নিরাপত্তা ও ভিত্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। ’

পুরো পরিস্থিতি দেখে অ্যালফাবেট ও মাইক্রোসফট উভয় প্রতিষ্ঠানের শেয়ারের মালিক, বেকার এভিনিউ ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান কৌশলী কিং লিপ বলেছেন, ‘মানুষেরা বলতে শুরু করেছে যে মাইক্রোসফট এখন গুগলের সার্চ ব্যবসার সত্যিকার প্রতিদ্বন্দ্বী হতে চলেছে। ’

যদিও অ্যালফাবেট সম্পর্কে উদ্বেগ দেখা দিলেও লিপ মনে করেন, সার্চ ইঞ্জিন হিসেবে বিংয়ের অবস্থান গুগলের সক্ষমতার থেকে অনেক দূরে।

news24bd.tv/আলী