মসজিদে নববীতে দুই অমুসলিম নারী, অতঃপর...

সংগৃহীত ছবি

মসজিদে নববীতে দুই অমুসলিম নারী, অতঃপর...

অনলাইন ডেস্ক

মসজিদুল হারাম এবং মসজিদে নববীতে অমুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও মদিনার মসজিদে নববীতে দুই অমুসলিম নারী প্রবেশ করেছেন। এ ঘটনার পর বেশ সমালোচনার সৃষ্টি হয়।  গত ৭ ফেব্রুয়ারি ওই দুই অমুসলিম নারী মসজিদে নববীতে প্রবেশ করেন।

মসজিদে নববীর নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাফেয়ার্স এজেন্সি এ তথ্য জানায়। খবর সৌদি গেজেট

সংস্থাটি জানিয়েছে, ওই দুই অমুসলিম নারী ভুল করে মসজিদে নববীতে প্রবেশ করেছেন। ওই স্থানে প্রবেশের জন্য যে ধরনের পোশাক পরিধান করার বিধান রয়েছে তা ওই দুই নারীর মধ্যে অনুপস্থিত ছিল।

 

পরে ওই দুই নারীকে আটক করে মসজিদে নববীর পবিত্রতা বর্ণনা করা হয়। এরপরই তারা তাদের ভুল বুঝতে পারেন। সঙ্গে সঙ্গে তারা নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার কর্মীদের ধন্যবাদ জানান।  

ওই দুই নারী বলেন, মসজিদে নববীতে প্রবেশ করার জন্য যে নিয়ম রয়েছে সেটি আমাদের জানা ছিল না। এছাড়া নির্ধারিত পোশাক পরতে হবে এটাও আমাদের জানার বাইরে ছিল।  

নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে, পরবর্তীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে তারা নজর রাখবে। এজন্য তারা তাদের কার্যক্রম আরও জোরদার করবে।  

news24bd.tv/আলী