৩২৫ কোটি ৭৬ লাখ টাকার ঋণখেলাপির মামলায় জসিম উদ্দিন চৌধুরী (৬১) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফেনী সদর থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার এ তথ্য জানান।
নুরুল আবসার গণমাধ্যমকে বলেন, গত মাসে জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করা হয়।
জসিম উদ্দিন চৌধুরী কারাগারে থাকা বিএনপি নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই। রাইজিং স্টার স্টিল নামের একটি প্রতিষ্ঠানের জন্য চট্টগ্রামের আগ্রাবাদের এবি ব্যাংকের একটি শাখা থেকে ঋণ নেওয়া হয়।
নুরুল আবসার আরও বলেন, গ্রেপ্তার জসিম উদ্দিন চৌধুরীকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। শীর্ষ এই ঋণখেলাপিদের মোট ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮৩ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ১৬ হাজার ৫৮৭ কোটি ৯২ লাখ টাকা।
news24bd.tv/ইস্রাফিল